Saturday, May 9, 2009

Pen Drive এবং মেমোরি কার্ড এর ভাইরাস থেকে কিভাবে কম্টিউটারকে সুরক্ষিত রাখা যায়

  • # পেন ড্রাইভ এবং মেমোরী কার্ড ভাইরাসের জন্য যেসব সমস্যা হতে পারে ত হলোঃ১. ফোল্ডার অপশন চলে যেতে পারে।২. হার্ডডিস্ক ড্রাইভ সরাসরি অপেন না হতে পারে।৩. হার্ডডিস্ক ড্রাইভ নিউ উইন্ডো হয়ে অপেন . সমাধানেরউপায়ঃ ১.পেন ড্রাইভ কিংবা মেমোরি কার্ড লাগুনোর পর সরাসরি অপেন না করে মাইকম্পিউটারে গিয়ে এড্রেস বারের এরেতে ক্লিক করে অপেন করলে ভাইরাস ডুকতে পারবে না।২. একটি autorin.inf ড্রাইভটির উপর পেস্ট করে রিইনসার্ট করলে ড্রাইভটি সরাসরি খুলা যায়।৩. যদি ফোল্ডার অপশন চলে যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কম্পিউটার রিস্টোর করা। হয় ইত্যাদি আরো ছোটখাটো সমস্যা হতে পারে।

No comments:

Post a Comment