
- হ্যানা মন্টানার গান শুনবে, তার পিকচার ডাউনলোড করবে, ডিজনি ওয়ার্ল্ডের গেম খেলবে, স্কুলের ওয়েব সাইটে যাবে, বন্ধুদের সাথে চ্যাট করবে, তাদের কার্ড গিফট করবে এমন আবদারে অনেক অভিভাবকই তাদের বাচ্চাদের হাতে ছেড়ে দিচ্ছেন কম্পিউটার। অধিকাংশ অভিভাবকই ভাবেন ছোট থেকে কম্পিউটারের সাথে লেগে থাকলে তাদের বাচ্চারা অনেক এ্যাডভান্স হবে কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সাবধান থাকবেন।বাচ্চাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ১০টি নিরাপদ নিয়মঃবাড়িতে কোন বাচ্চা যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে তবে এই ১০টি নিয়ম নিরাপদ ইন্টারনেট ব্যবহারে তাদের সাহায্য করবে।১. ইন্টারনেটের যেকোন জায়গায় তোমার পুরো নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার এবং স্কুলের নাম ব্যবহার করার আগে তোমার পিতামাতার অনুমতি নাও।২. যদি অনলাইনে এমন কিছু দেখ যা তোমার কাছে খারাপ বা আপত্তিকর তাহলে তোমার পিতামাতা বা অভিভাবককে বলো।৩. তুমি এমন কোন মেসেজের উত্তর দিবেনা যা তোমার কাছে অসস্তিকর বা ভালো লাগছেনা।৪. কখনোই অনলাইনে ক্রেডিট কার্ড নাম্বার বা পাসওয়ার্ড দিবেনা।৫. পিতামাতার অনুমতি ছাড়া তোমার কোন ছবি সেন্ড করবেনা।৬. কেউ যদি বিনা কারনে তোমাকে টাকা পয়সা বা গিফট করতে চায় তবে খুব সাবধান থাকবে।৭. এমন কোন গিফট বা অফার গ্রহন করবেনা যা কেউ তোমার বাসার ঠিকানায় নিয়ে আসতে পারে।৮. অনলাইনের কারও সাথে কোথাও দেখা করতে চাইবে না, চাইলে তোমার পিতামাতার সাথে আলোচনা করো এবং বড়দের কাউকে সঙ্গে নিয়ে যাও। ৯. ইন্টারনেট ব্যবহারের নিয়ম, ব্যবহারের উপযুক্ত সময়, কতক্ষন ব্যবহার করবে এবং কি কি সাইটে যাবে সে ব্যাপারে তোমার পিতামাতার সাথে কথা বলো।১০. অন্যান্য বন্ধুদের তুমি যেভাবে চেনো সেভাবে অনলাইনের বন্ধুদেরকেউ জানতে চেষ্টা করো এবং ইমেইলে তাদের সাথেই ব্যক্তিগত তথ্য বিনিময় করবে যাদেরকে তোমার বাবা-মা চেনেন।


No comments:
Post a Comment