আমাদের দেশের ইন্টারনেট সার্ভিস গুলি সম্পর্কে একটা হালকা ধারনা।

- ডায়াল আপ ইনটারনেট সার্ভিস, ব্রডব্যন্ড ইনটারনেট সার্ভিস এবং ওয়াই-ম্যক্স ইন্টারনেট সার্ভিস সম্পর্কে জানতে চেয়েছেন গেদু-চাচা। সংক্ষেপে বলি কারণ আমার বাংলা টাইপ করতে ভাল লাগে না। বর্তমানে পৃথিবীতে এই তিন ধরনের ইন্টারনেট সেবা ব্যপক হারে চালু আছে।প্রথমেই আসি ডায়াল-আপ ইন্টারনেট সার্ভিস সর্ম্পকেনাম শুনেই হয়তো জেনে গেছেন ডায়াল জিনিস টা কি। আপনি টেলিফোন লাইন ব্যবহার করতে গিয়ে যে নম্বারটা ডায়াল করেন সেটা আরেকটা টেলিফোনের সাথে যোগাযোগ স্থাপন করে মানে আপনি যে নম্বর টা ডায়াল করেছেন সেই নম্বর ধারী টেলিফোনের সাথে যোগযোগ করে আপনার না বলা কথা কাংখিত ব্যক্তির কাছে শুনিয়ে দেয়ার সুযোগ করে দেয়। ঠিক একই ভাবে আপনার কম্পিউটারকে আরেকটি কম্পিউটারের সাথে মানে ইন্টারনেট নেটওর্য়াকে সাথে টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করে দেওয়ার নামই হচ্ছে ডায়াল-আপ ইন্টারনেট সার্ভিস। ডায়াল আপ বলতে মূলত ডায়াল আপ সফট ওয়ারটিকে বুঝায় যা আপনার কম্পিউটারে থাকে বা ইন্সটল করে নিতে হয়। এখানে মডেম ইনটারপ্রেটার হিসাবে কাজ করে। ইদানিং শুনলাম বিটিসিএল নাকি টেলিফোনের তার দিয়েই নাকি ব্রডব্যাান্ড ইন্টারনেট সার্ভিস দিচ্ছে। মানে এখন যেমন ইন্টারনেট চালু থাকলে টেলিফোন লাইন বন্ধ হয়ে যায় এখন তা হবে না।এবার আসি ব্রডব্যন্ড ইনটারনেট সার্ভিস প্রসংগে।বিভিন্ন ধরনের ক্যবলের মাধ্যমে একটি কম্পিউটারকে ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত করার নামই হচ্ছে ব্রডব্যান্ড ইনটারনেট সার্ভিস। এখানে ল্যন্ড কার্ড বা নেট ওর্য়াক ইনটারফেস র্কাড এর মাধ্যমে একটি নেটওর্য়াক তৈরী হয়। আই এস পি গুলি এখানে হাবের মাধ্যমে সবাইকে সংযোগ দিয়ে থাকে। এর ডাটা ট্রানসমিশন রেট ডায়াল আপ সার্ভিস থেকে বেশি।তবে ক্যবল বেশী লম্বা হয়ে গেলে এর গতি কমে যায়। ব্রডব্যন্ড বিষয়টা কিন্তুু অন্যরকম এখানে আপনাকে সহজে বুঝানোর জন্য আমি বল্লাম । মুলত সিগনালিং বিষয়টা এখানে আলোচনা করতে হবে। এই সিগনালিংটা আপনার কাছে কিভাবে আসছে সেটার পাথর্ক্য দেখালে ব্রডব্যন্ড বিষযটা আপনার কাছে পরিস্কার হবে। এবার আসি তারা ছাড়া ওয়াই-ম্যক্স সার্ভিস প্রসংগেতার ছাড়া বলাতে বুঝাই যাচ্ছে যে এখানে কম্পিউটারকে ইনটারনেট নেটওর্য়াকে যুক্ত করতে মাধ্যম হিসাবে কোন তার লাগে না অথাৎ এখানে মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় বাতাস মানে তার বিহীন অবস্থায় একটি কম্পিউটার ইন্টারনেট নেটর্ওয়াকে ঢুকে যায়। একে ওয়ারলেস নেটওর্য়াক বলে। যেমন আপনার মোবাইল । ওয়াই-ফাই প্রযুক্তি অথবা থ্রিজি সার্ভিসটা হচ্ছে সেই রকম।
No comments:
Post a Comment