- ইন্টারনেটের স্পীড/ব্যান্ডউইডথ বৃদ্ধি করার উপায়টি শুধুমাত্র মাইক্রোসফ্ট উইন্ডোজ ২০০০/এক্সপি ব্যাবহারকারীদের জন্য প্রযোজ্য। ১।আপনার স্টার্ট মেন্যু থেকে রান-এ গিয়ে টাইপ করুন gpedit.msc (এতে উইন্ডোজের গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট কনসোল ওপেন হবে)২।এবার Computer Configuration->Administrative Templates->Network-->QOS Packet Scheduler সিলেক্ট করুন।এবার ডানপাশের প্যানে দেখতে পাবেন Limit Reservable Bandwidth নামে একটি লিংক।এখানে ডাবল ক্লিক করুন লিমিট রিজার্ভেবল ব্যান্ডউইডথ্ ডায়ালগ বক্সটি ওপেন হবে ।সেখানে দেখবেন not configured ট্যাবটি সিলেক্ট করা আছে।আসল সত্যটা জানবেন Explain tab -এ।ওখানে দ্বিতীয় প্যারায় দেখবেন লিখা আছে "By default, the Packet Scheduler limits the system to 20 percent of the bandwidth of a connection, but you can use this setting to override the default."৩।এবার আপনি আবার setting ট্যাবে আসুন এবং এখান থেকে enable অপশন বাটনটি সিলেক্ট করুন এবং bandwidth limit(%) জায়গায় 0% করে দিন।এতে করে সিস্টেম তার জন্য এখন কোন ব্যান্ডউইডথ্ রিজার্ভ করে রাখবে না ফলে তা ব্যবহারকারীর জন্য এখন উন্মুক্ত।৪।সবশেষে আপনার পিসিটা একবার রিষ্টার্ট দিন।জ্য।
Saturday, May 9, 2009
ইন্টারনেটের স্পীড বৃদ্ধি করার একটি সহজ উপায়।উইন্ডোজ কর্তৃক রিজার্ভকৃত ২০% ব্যান্ডউইডথ্ ফিরিয়ে আনবেন কিভাবে?
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment